১। দার্শনিক হিসেবে আমার অর্জন এই যে, যা আমি নিজে নিজে করি, অন্যরা তা করে আইনের ভয়ে। -এরিস্টটল
২। যে সবার বন্ধু, সে আসলে কারোরই বন্ধু নয়।-এরিস্টটল
৩। ভেবে উত্তর দাও নতুবা লজ্জিত হবে। -এরিস্টটল
৪। নিরাশ হয়ো না, তাতে আয়ু কমে যায়। -এরিস্টটল
৫। বেশী কথা বলা, তা যতই মূল্যবান হউক নির্বুদ্ধিতার নিদর্শন। -এরিস্টটল
৬। একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা সমগ্র জনগণের হাতে ন্যস্ত থাকে। -এরিস্টটল
৭। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।-এরিস্টটল
৮। জেগে স্বপ্ন দেখাই হচ্ছে আশা।-এরিস্টটল
৯। সন্তুষ্টি ব্যাপারটা আমাদের নিজেদের উপরই নির্ভর করে।-এরিস্টটল
১০। এমন কোন প্রতিভাবান নেই যাকে পাগলামি একটুও স্পর্শ করেনি। -এরিস্টটল
১১। কাজের মধ্যে আত্মতৃপ্তি কাজের মধ্যে পরিপূর্ণতা আনে। -এরিস্টটল
১২। শিক্ষার মূল তেঁতো হলেও ফল ভীষণ মিষ্টি।-এরিস্টটল
১৩। দুটি পৃথক শরীরে বসবাসকারী এক আত্মার নামই হলো ভালোবাসা। -এরিস্টটল
১৪। তরুণ বয়সে অর্জিত ভালো অভ্যাসই ভিন্নটা এনে দেয়।-এরিস্টটল
১৫। শান্তিতে বসবাস করার জন্যেই আমরা যুদ্ধে লিপ্ত হই।-এরিস্টটল
১৬। বৃদ্ধ বয়সের শেষ রুযীই হলো শিক্ষা।-এরিস্টটল
১৭। জ্ঞানীরা ধন সঞ্ছয় করেন অর্থ পিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য। -এরিস্টটল
১৮। প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। -এরিস্টটল
১৯। যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয় সে হয় ফেরেস্থা, নয় পশু। -এরিস্টটল
২০। জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না। -এরিস্টটল
২১। অনুমান বা ধারনা থেকেই সত্যের উৎপত্তি। -এরিস্টটল
২২। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। -এরিস্টটল
২৩। অনুমান বা ধারনা থেকেই সত্যের উৎপত্তি। -এরিস্টটল
২৪। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। -এরিস্টটল
২৫। বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর। -এরিস্টটল
এরিস্টটল এর জীবনী ,এরিস্টটল এর গ্রন্থ ,এরিস্টটল এর বিখ্যাত গ্রন্থের নাম কি, এরিস্টটল এর গ্রন্থের নাম কি এরিস্টটল ইতিহাস, এরিস্টটল এর জন্ম থেলিস এর বাণী, এরিস্টটল কোন দেশের নাগরিক
এরিস্টটল এর বিখ্যাত বাণী Aristotle Quotes In Bengali , এরিস্টটল এর বিখ্যাত বাণী ও উক্তি সমূহ
No comments:
Post a Comment
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.