এরিস্টটল |
এরিস্টটল / অ্যারিস্টটল (খ্রিষ্টপূর্ব ৩৮৪ – ৭ই মার্চ, খ্রিষ্টপূর্ব ৩২২) বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক। অ্যারিস্টটল খ্রিষ্টপূর্ব ৩৮৪ সালে থারেস উপকুলবর্তী স্টাগিরাস নামক এক গ্রিক উপনিবেশে জন্ম গ্রহণ করেন। শৈশবে তাঁর পিতা নিকোমাস মারা যাওয়ার পর অভিভাবক হিসেবে প্রোক্সেনাস তাঁকে লালনপালন করেন, এবং ১৭ বছর বয়সে তাঁর অভিভাবক প্রোক্সেনাস তাঁকে এথেন্সে জ্ঞানার্জনে পাঠিয়ে দেন। খ্রিষ্টপূর্ব ৩৪৭ সালে প্লেটোর মৃত্যুর পর এরিস্টটল একাডেমির প্রধান হবার যোগ্য ছিলেন। তাঁকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়।
শাস্তি থেকে রক্ষা পাবার জন্য দ্রুত ইউবোয়ার ক্যালসিসে চলে যান। তিনি ভয় করছিলেন তার অবস্থাও যেন প্লেটোর শিক্ষক সক্রেটিসের মতো না হয়। ক্যালসিসে প্রথম বছরই তিনি পেটের পীড়ায় আক্রান্ত হন এবং খ্রিষ্টপূর্ব ৩২২ সালে মৃত্যু বরণ করেন। মেধাবী ও বুদ্ধিমান এই গ্রিক দার্শনিক জীবনের প্রায় প্রতিটি অঙ্গনে উল্লেখযোগ্য আবিষ্কার করেছিলেন। বিজ্ঞান থেকে শুরু করে সাহিত্য, সংগীত, থিয়েটার, যুক্তি, দর্শন, বক্তৃতা, নীতিশাস্ত্র এবং রাজনীতি সকল ক্ষেত্রেই এই অত্যন্ত জ্ঞানী মনীষীটি তার মুন্সিয়ানার ছাপ রেখে গেছেন। বিভিন্ন বিষয়ে তাঁর নানা মূল্যবান উক্তি আজও সবার মনে দাগ কাটে । এই মহান দার্শনিকের বাণী ও উক্তিগুলো তাই জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখাতে পারে । আসুন তাহলে জেনে নিই মহান দার্শনিক এরিস্টটল এর বিখ্যাত কিছু বাণী ও উক্তিসমূহ।
More Read: যে কারনে আপনার নিয়মিত মধু খাওয়া উচিত
শিক্ষা নিয়ে এরিস্টটল এর বিখ্যাত কিছু বাণী:-
১.“ শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি ।”- এরিস্টটল
২.”বৃদ্ধ বয়সের শেষ রুযীই হলো শিক্ষা।”-এরিস্টটল
৩.”সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা।“
৪. “ দু’টি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধুত্ব ।”- এরিস্টটল
৫.”প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয়, ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।”
৬.”আমার শ্রেষ্ঠ বন্ধু সেই-ই যে আমার কল্যাণ কামনা করে কেবল আমার কল্যাণের জন্যই।”
৭.”দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।” -এরিস্টটল
৮.”যে সবার বন্ধু, সে আসলে কারোরই বন্ধু নয়।” -এরিস্টটল
রাজনীতি ,গণতন্ত্র ,সমাজ ও আইন নিয়ে এরিস্টটল এর বিখ্যাত উক্তি:-
৯.”একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা সমগ্র জনগণের হাতে ন্যস্ত থাকে।”
১০.”দার্শনিক হিসেবে আমার অর্জন এই যে, যা আমি নিজে নিজে করি, অন্যরা তা করে আইনের ভয়ে।”
১১.”যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয় সে হয় ফেরেস্থা, নয় পশু।”
১২.”মানুষ, যদি সে খাঁটি হয়, প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু আইন ও ন্যায়বিচার থেকে বিচ্ছিন্ন হলে সে হয় প্রাণীকুলের মধ্যে নিকৃষ্টতম, কারণ সশস্ত্র অন্যায় সবচেয়ে বেশি বিপজ্জনক।”
১৩.”কারও কারও মতে স্বাধীনতা এবং সাম্যতা যদি প্রধানত গণতন্ত্রে পাওয়া যায়, তবে সমস্ত ব্যক্তি যখন সর্বোচ্চভাবে সরকারে অংশ নেবে, তখনই তারা সর্বোত্তমভাবে অর্জন করবে।”
১৪.”শান্তিতে বসবাস করার জন্যেই আমরা যুদ্ধে লিপ্ত হই।”
১৫ “মানুষ স্বভাবতই একটি রাজনৈতিক প্রাণী।”
১৬.”রাজনীতিবিদদেরও অবসর নেই, কারণ তারা সর্বদা রাজনৈতিক জীবন, শক্তি এবং গৌরব বা সুখের বাইরেও কিছু লক্ষ্য রাখে।”
জ্ঞান ও সত্যতা নিয়ে এরিস্টটল এর বিখ্যাত কয়েকটি বাণী :-
১৭.” সমস্ত জ্ঞানের সূত্রপাত হয় নিজেকে জানা থেকেই। “
১৮.”অনুমান বা ধারনা থেকেই সত্যের উৎপত্তি। “-এরিস্টটল
১৯.”হৃদয়কে শিক্ষিত না করে মনকে শিক্ষিত করা মোটেই শিক্ষা নয় ।”
২০. “প্রথমত, একটি সুনির্দিষ্ট, সুস্পষ্ট ব্যবহারিক আদর্শ থাকতে হবে; একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য। দ্বিতীয়ত, আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় উপায় রয়েছে; জ্ঞান, অর্থ, উপকরণ এবং পদ্ধতি। তৃতীয়ত, আপনার সমস্ত উপায় সেই প্রান্তে সমন্বয় করুন।”
২১ “জ্ঞানীরা ধন সঞ্ছয় করেন অর্থ পিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য। “-এরিস্টটল
২২.”জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না।” -এরিস্টটল
২৩.”প্রতিটি মানুষ কথা বলে এবং অভিনয় করে এবং তার চরিত্র অনুযায়ী জীবনযাপন করে।”
২৪.”প্রকৃতির দ্বারা সমস্ত পুরুষ জ্ঞান কামনা করে।”
২৫. “লোকেরা যা মনে করে তার চেয়ে উচ্চ মনের মানুষটিকে সত্যের জন্য আরও বেশি যত্নবান হতে হবে।”
ভয় নিয়ে এরিস্টটল এর উক্তি:-
২৫. “ভয় হল মন্দ কাজের প্রত্যাশা থেকে উদ্ভূত ব্যথা ।”
২৬.”যে তার ভয়কে কাটিয়ে তুলতে পেরেছে সে সত্যই মুক্তি পাবে।”
সুখ নিয়ে দার্শনিক এরিস্টটল এর বিখ্যাত কিছু বানী:-
২৭.” সুখ আমাদের উপর নির্ভর করে।”
২৮.”সুখই হলো জীবনের মূল অর্থ, উদেশ্য, লক্ষ এবং সমাপ্তি।”
ধৈর্য বিষয়ে এরিস্টটল এর বিখ্যাত বাণী :-
২৯. “ধৈর্য তিক্ত হলেও এর ফল মিষ্টি।”
ভালোবাসা নিয়ে এরিস্টটল এর বিখ্যাত উক্তি:-
৩০.” দুটি পৃথক শরীরে বসবাসকারী এক আত্মার নামই হলো ভালোবাসা।” -এরিস্টটল
অভ্যাস নিয়ে এরিস্টটল এর বিখ্যাত কিছু উক্তি:-
৩১.”তরুণ বয়সে অর্জিত ভালো অভ্যাসই ভিন্নতা এনে দেয়। “-এরিস্টটল
৩২.”দিবসের উদয় হওয়ার আগেই ভাল হওয়া উচিত, কারণ এই ধরনের অভ্যাসগুলি স্বাস্থ্য, সম্পদ এবং প্রজ্ঞায় অবদান রাখে।”
৩৩.”আমরা আমাদের কর্মের যোগফল এবং তাই আমাদের অভ্যাসগুলি সমস্ত পার্থক্য তৈরী করে।”
এরিস্টটল এর অনুপ্রেরণামূলক বিখ্যাত কিছু উক্তি:-
৩৪.”ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। ” -এরিস্টটল
Source Of: preronajibon
#এরিস্টটলইতিহাস #এরিস্টটলএরবিখ্যাতগ্রন্থের নাম কি #এরিস্টটলএরগ্রন্থশিক্ষনীয় বাণী # উৎসাহমূলকবাণী
এরিস্টটল এর বিখ্যাত বাণী Aristotle Quotes In Bengali | এরিস্টটল এর বিখ্যাত বাণী ও উক্তি সমূহ
No comments:
Post a Comment
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.