Breking News

সর্বশেষ সংবাদ সবার আগে বিস্তারিত জানতে চোখ রাখুন । আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।বিজ্ঞপ্তি: জরুরী সংবাদকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে…। আপনি কি কম খরচে Website, Bloggersite, Youtube channel, E-commica site তৈরি করতে চান? যোগাযোগ করুন বিস্তারিত : মোবাইল: 01712475454,01940103713 , দেশ - বিদেশের খবর সবার আগে জানতে সাথে থাকুন।আমাদের সংঙ্গে থাকার জন্য ধন্যবাদ এ রকম আরও ভিডিও/ সর্বশেষ সংবাদ Update News পেতে আমাদের Website /Youtube Channel পেইজে লাইক দিন৷ ❤️ ✌ ✔️ কোন মতামত বা প্রশ্ন থাকলে কমোন্ট করে জানান ।

একটি পি জে আবদুল সাফল্য সফলতা টিপস | A P J Abdul Kalam Success Tips











একটি পি জে আবদুল সাফল্য সফলতা টিপস | A P J Abdul Kalam Success Tips





'স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে
দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায়
ঘুমোতে দেয় না।'
'সূর্যের মতো দীপ্তিমান হতে হলে
প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে
হবে।'
'যদি তুমি তোমার কাজকে স্যালুট কর,
দেখো তোমায় আর কাউকে স্যালুট
করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার
কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি
দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট
করতে হবে।'
'যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না;
তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন
সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।'
প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো :
১) আমি সেরা।
২) আমি করতে পারি
৩) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে
৪) আমি জয়ী
৫) আজ দিনটা আমার
'ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের
সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার
ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস
থাকতে হবে এবং সমস্যাকে জয় করে
সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা
তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের
প্রতি এই আমার বার্তা।'
'জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি
হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার
মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী
হতে পারবে।'
'আকাশের দিকে তাকাও। আমরা একা নই।
পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ।
যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র
তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য
চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।'
'উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি
কোনো আকস্মিক ঘটনা নয়।'
'যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর
মনের মানুষের জাতি হতে হয়, তাহলে
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে
তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে
দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং

শিক্ষক।'






ভারতের সাবেক রাষ্ট্রপতি খ্যাতিমান পরমাণুবিজ্ঞানী আবুল পাকির জয়নাল আবেদিন আবদুল কালাম। জীবনে অনেক চড়াই উৎরাই পার হয়েছেন এপিজে আবদুল কালাম। জীবন তাঁকে শিখিয়েছে অনেক কিছু। জীবন থেকে নেওয়া সেসব শিক্ষার কথা খুব সহজ করে বলতেন তিনি।তার বিখ্যাত উক্তি সমূহ যে কারো জীবনকে পাল্টে দিতে পারে। বিভিন্ন সময়ে বলা উনার কিছু উক্তি দেওয়া হল...... 

#স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতেহবে।



#ওটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন তা- যা তোমাকে ঘুমোতে দেয় না।



#একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন- একজন বাবা, একজন মা এবং একজন শিক্ষক।



#সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে। কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে।



#বৃষ্টির সময় প্রত্যেকটি পাখিই কোথাও না কোথাও আশ্রয় পায়। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।


#আমি সুদর্শন নই। কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন। সৌন্দর্য হৃদয়ে, মুখে নয়।



#কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয়।


#শুধুমাত্র সাফল্যর গল্প পড়বেন না, এখানে শুধু একটা বার্তাই পাবেন। ব্যথতার গল্প গুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেক গুলো আইডিয়া পেয়ে জাবেন। 


#আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন। আর এটাই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে। 


#একটা ভালো বই ১০০ জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরীর সমান। 


#আত্মবিশ্বাস কঠোর পরিশ্রম ব্যথতা নামক রোগকে মারার সবচেয়ে বড় ওষুধ। এটাই আপনাকে একজন সফলকাম মানুষে পরিণত করবে। 


#নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পৃথিবীটা আমাদের বন্ধু। যারা কাজ করে স্বপ্ন দেখে প্রকৃতি তাঁদের সাহায্য করে।


#যদি সূর্য হতে চাও তবে সূর্যের মতো নিজেকে পোড়াও।


#মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না।


#জীবন এক কঠিন খেলা। সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারলেই খেলায় জেতা যায়।


#তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তাঁরা হলেন, বাবা, মা শিক্ষক।


#কেউ যখন অসাধারণ হওয়ার জন্য জ্ঞান অর্জন করে তখন সে আসলে আর সবার মতোই সাধারণ হয়ে যায়।


#নেতা সমস্যায় ভয় পাবেন না। বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন। তাঁকে কাজ করতে হবে সততার সঙ্গে।


#প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সম্মতি দেওয়া। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষ অপরাধ করে। অপরাধের জন্য দায়ী সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না। শাস্তি দিই ব্যবস্থার শিকার মানুষদের।


#স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না।


#যারা পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাঁদের সাহায্য করেন।


#স্বপ্নবাজরাই সীমা ছাড়িয়ে যেতে পারেন।


#উন্নত নিরাপদ ভারত রেখে যেতে পারলেই পরের প্রজন্ম আমাদের মনে রাখবে।


#মন থেকে যারা কাজ করে না তাঁদের জীবন ফাঁপা। সাফল্যের স্বাদ তাঁরা পায় না।


#সত্যি হওয়ার আগ পর্যন্ত স্বপ্ন দেখে যেতে হবে।


#কেবল বিশেষ সময়ে নয় সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে।


#তরুণদের নতুন চিন্তা করতে হবে, নতুন কিছু ভাবতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে। তবেই তারুণ্যের জয় হবে।


#উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে।


#এখন বিজ্ঞান জানতে ইংরেজি জানা দরকার। কিন্তু আমি বিশ্বাস করি দুই দশকের মধ্যে আমাদের ভাষায় বিজ্ঞানচর্চা শুরু হবে। আর তখন আমরা জ্ঞানবিজ্ঞানে জাপানিদের মতো এগিয়ে যাব।


#সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে।


#যদি আমরা স্বাধীন হতে না পারি কেউ আমাদের শ্রদ্ধা করবে না।


#গভীর দুঃখে বা প্রচণ্ড আনন্দে মানুষ কবিতা লেখে


#বিজ্ঞান মানুষের জন্য উপহার। ধ্বংসের জন্য বিজ্ঞান নয়।


#স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন কাজের অনুপ্রেরণা জোগায়।


#আমি সুপুরুষ নই। কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে। চেহারায় নয়।

 

He is popularly known as Missile Man of India for his work. He is also known as People’s President for his unconditional working style. Dr. Abdul Kalam is an inspiration to millions of people and the whole world respects his ethics and moral values that results to be great source of motivation and Inspiration. 
Here are top Inspirational Quotes by Dr. Abdul Kalam which tells about his success mantras.. See what he says and get inspired:
o    Don’t read success stories, you will only get a message. Read failure stories, you will get some ideas to get success.
o    Unless India stands up to the world, no one will respect us. In this world, fear has no place only strengths respects strength.
o    Confidence and Hard work is the best medicine to kill the disease called failure. It will make you successful person. (Highly Inspirational Quote by the Great Man)
o     Difficulties in your life do not come to destroy you, but to help you realize your hidden potential and power, let difficulties know that you too are difficult.
o     For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.
o     Dream is not that which you see while sleeping it is something that does not let you sleep
o     Don’t take rest after your first victory because if you fail in second, more lips are waiting to say that your first victory was just luck. (One of the best Inspirational Quotes)
o     Learning gives Creativity, Creativity leads to Thinking, Thinking provides Knowledge, Knowledge makes you great.
o     All Birds find shelter during a rain. But Eagle avoids rain by flying above the Clouds.
o     If you FAIL, never give up because F.A.I.L. means “First Attempt in Learning“. END is not the end; in fact E.N.D. means “Effort Never Dies“. If you get NO as an answer, remember N.O. means “Next Opportunity“. 
So, let’s be positive.


No comments:

Post a Comment

Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.

Popular Posts