Breking News

সর্বশেষ সংবাদ সবার আগে বিস্তারিত জানতে চোখ রাখুন । আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।বিজ্ঞপ্তি: জরুরী সংবাদকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে…। আপনি কি কম খরচে Website, Bloggersite, Youtube channel, E-commica site তৈরি করতে চান? যোগাযোগ করুন বিস্তারিত : মোবাইল: 01712475454,01940103713 , দেশ - বিদেশের খবর সবার আগে জানতে সাথে থাকুন।আমাদের সংঙ্গে থাকার জন্য ধন্যবাদ এ রকম আরও ভিডিও/ সর্বশেষ সংবাদ Update News পেতে আমাদের Website /Youtube Channel পেইজে লাইক দিন৷ ❤️ ✌ ✔️ কোন মতামত বা প্রশ্ন থাকলে কমোন্ট করে জানান ।

হটলাইনে কল করলে অ্যাম্বুলেন্সে নিয়ে আসবো: ফ্লোরা

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, যদি কারো করোনার লক্ষণ, উপসর্গ দেখা দেবে তাদের হট নাম্বারে কল করতে বলা হয়েছে। হটলাইনে কল করার পর, সন্দেহভাজন ব্যক্তির সবকিছু শুনে আইইডিসিআর যদি মনে করে—তার নমুনা সংগ্রহ করা প্রয়োজন, তাহলে তারা সংশ্লিষ্ট ব্যক্তির বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে।
‘এছাড়া আইইডিসিআর যদি মনে করে—ওই রোগীকে হাসপাতালে নেওয়া প্রয়োজন, তাহলে আইডিসিআর অ্যাম্বুলেন্স পাঠিয়ে রোগীকে সংশ্লিষ্ট হাসপাতলে নিয়ে যাবে।’
মঙ্গলবার (১০ মার্চ) আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ‌্য জাোন। তিনি বলেন, ‘আমরা সবাইকে পরামর্শ দেই, যারা বিদেশ থেকে আসছেন, যদি লক্ষণ-উপসর্গ থেকে থাকে, আপনারা দয়া করে মুভ করবেন না, আপনারা বাড়িতে থাকুন। একটি ঘরের মধ্যে থাকুন। আমাদের ফোন করুন।’
তিনি বলেন, যদি নমুনা সংগ্রহের প্রয়োজন হয়, আমরা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবো। যদি হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়, কোন হাসপাতালে যাবে, অ্যাম্বুলেন্স পাঠিয়ে আমরা নিয়ে আসবো, যাতে করে তারা গণপরিবহন ব্যবহার না করে।
হটলাইনের নম্বরগুলো হলো—০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ১৬২৬৩।

No comments:

Post a Comment

Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.

Popular Posts