Breking News

সর্বশেষ সংবাদ সবার আগে বিস্তারিত জানতে চোখ রাখুন । আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।বিজ্ঞপ্তি: জরুরী সংবাদকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে…। আপনি কি কম খরচে Website, Bloggersite, Youtube channel, E-commica site তৈরি করতে চান? যোগাযোগ করুন বিস্তারিত : মোবাইল: 01712475454,01940103713 , দেশ - বিদেশের খবর সবার আগে জানতে সাথে থাকুন।আমাদের সংঙ্গে থাকার জন্য ধন্যবাদ এ রকম আরও ভিডিও/ সর্বশেষ সংবাদ Update News পেতে আমাদের Website /Youtube Channel পেইজে লাইক দিন৷ ❤️ ✌ ✔️ কোন মতামত বা প্রশ্ন থাকলে কমোন্ট করে জানান ।

বি,শ্বের সবচেয়ে ছোট গরু বাংলাদেশে,বিশ্বের ‘সবচেয়ে ছোট’ গরু আশুলিয়ায়

 শান্ত প্রকৃতি ও সাদা রঙের হওয়ায় নাম রাখা হয়েছে ‘রানি’। এই রানিকে দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছে উৎসুক মানুষ। আর ভিড়ই–বা করবে না কেন! বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির গরু এখন বাংলাদেশে। মাত্র ২০ ইঞ্চি উচ্চতার এই গরু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে নাম লেখাতে যাচ্ছে।

বিশ্বের ছোট আকৃতির গরুটি লালন-পালন করা হচ্ছে ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় শিকড় অ্যাগ্রো লিমিটেড নামের একটি খামারে। খামারের ব্যবস্থাপক তানভীর হাসান বললেন, শখের বসে প্রায় এক বছর আগে নওগাঁ থেকে প্রত্যন্ত গ্রামের এক কৃষকের খামার থেকে গরুটি কেনা হয়। মূলত ভুটানের বক্সার ভুট্টি জাতের বামন গরু এটি। এরপর গরুটিকে লালন-পালন করা শুরু করা হয়।


বিশ্বের ‘সবচেয়ে ছোট’ গরু আশুলিয়ায়

আচার-আচরণ দেখে নাম রাখা হয় রানি। খামারে আরও ১১টি ভুটানের বক্সার ভুট্টি জাতের গরু রয়েছে। এর মধ্যে দুই বছর বয়সী রানি সবচেয়ে ছোট। খাওয়াদাওয়াসহ এর পরিচর্যায় রয়েছে আলাদা যত্ন। ফার্মের সবচেয়ে আকর্ষণীয় গরুটি যত্নে বেড়ে উঠছে।
এ বিষয়ে গরুর পরিচর্যাকারী মামুন মিয়া জানান, প্রতিদিন নিয়ম করে গোসল করানোসহ হাত–পায়ের আলাদা যত্ন নিতে হয়। শরীরে ময়লা থাকলে ঘুমাতে চায় না রানি।

খামারের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. আবু সুফিয়ান জানান, বিশ্বের সব থেকে ছোট আকৃতির গরু হিসেবে গত বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দপ্তরে তিনি আবেদন করেছেন। পরদিন শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ম্যানেজমেন্ট টিম ই-মেইলে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। গত রোববার ফরম পূরণসহ রানির বিস্তারিত তথ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দপ্তরে ই-মেইলের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। সাভারের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণী চিকিৎসক মো. আতিকুজ্জামান বলেন, গরুটির স্বাস্থ্য পরীক্ষা তিনি করেছেন। এটার আর বাড়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, ভারতের কেরালায় মানিক্যাম নামের গরুটি সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি পায়। এর উচ্চতা ২৪ ইঞ্চি ও ওজন ৪০ কেজি। আর রানির উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন ২৬ কেজি।

Read More: আড়াই ঘণ্টার বৃষ্টিতেই ভেঙে পড়ল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

সবচেয়ে ছোট জাতের গরু, ছোট গরুর খামার, গরুর খামার, বিগ বিগ কাউ গরুর খামার, দেখান ডিপজলের ছাগলের খামার নির্দেশে, Cow fight 2020,বিশ্বের ‘সবচেয়ে ছোট’ গরু আশুলিয়ায়


Source of :  Prothom alo 

No comments:

Post a Comment

Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.

Popular Posts