Breking News

সর্বশেষ সংবাদ সবার আগে বিস্তারিত জানতে চোখ রাখুন । আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।বিজ্ঞপ্তি: জরুরী সংবাদকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে…। আপনি কি কম খরচে Website, Bloggersite, Youtube channel, E-commica site তৈরি করতে চান? যোগাযোগ করুন বিস্তারিত : মোবাইল: 01712475454,01940103713 , দেশ - বিদেশের খবর সবার আগে জানতে সাথে থাকুন।আমাদের সংঙ্গে থাকার জন্য ধন্যবাদ এ রকম আরও ভিডিও/ সর্বশেষ সংবাদ Update News পেতে আমাদের Website /Youtube Channel পেইজে লাইক দিন৷ ❤️ ✌ ✔️ কোন মতামত বা প্রশ্ন থাকলে কমোন্ট করে জানান ।

হযরত আলী (রাঃ) এর বিখ্যাত বানী বা উক্তি সমূহ …


হযরত আলী (রাঃ) এর বিখ্যাত বানী বা উক্তি সমূহ ………



[ নোটঃ –” যদি কোন বন্ধুর এত বড় পোস্ট পড়ার
ধর্য্য না থাকে অথাবা ব্যস্ততার জন্য
পড়তে না পারেন … তাহলে শেয়ার
করে আপনার ফেইসবুক টাইমলাইনে পোস্টের
লিংক সেইভ রাখুন সময় পেলে একটু একটু
করে পড়ে নিবেন …]
✬ অসৎ লোকের ধন – দৌলত পৃথীবিতে সৃষ্ট
জীবের বিপদ – আপদের কারণ হয়ে দাঁড়ায়।
✬ অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর
অহংকার ভালো কাজকে ধ্বংস করে।
✬ অভ্যাসকে জয় করাই পরম বিজয়।
✬ আত্মতুষ্টি নিশ্চিতভাবে নির্বুদ্ধিতার লক্ষণ।
✬ অনর্থক কামনা নিজেই একটি ধ্বংসাত্বক
সঙ্গী, আর বদ অভ্যাস সৃষ্টি করে একটি ভয়াবহ
শত্রু।
✬ গোপন কথা যতক্ষণ তোমার
কাছে আছে সে তোমার বন্দী । কিন্তু
কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার
বন্দী হয়ে গেলে ।
✬ ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও
না, ছোটদের সমষ্টিই বড় হয় ।

যা তুমি নিজে করো না বা করতে পারো না,
টা অন্যকে উপদেশ দিও না ।
✬ যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও
তার মর্যাদা দেয় না!
✬ যৌবনের অপচয়কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরন
করতে হবে, যদি তুমি সন্তোষজনক
সমাপ্তি অনুসদ্ধান করো ।
✬ ত্বরিত ক্ষমা-প্রদর্শন ভদ্রতার নিদর্শন। আর
ত্বরিত প্রতিশোধ গ্রহণ হীনতার পরিচায়ক।
✬ তোমার যা ভাল লাগে তাই জগৎকে দান
কর, বিনিময়ে তমিও অনেক ভালো জিনিস
লাভ করবে।
✬ দ্রুত ক্ষমা করে দেয়া সম্মান বয়ে আনে আর
দ্রুত প্রতিশোধ পরায়ণতা অসম্মান বয়ে আনে ।
✬ দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ
হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব
চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের
সমালোচনা করা ।
✬ দুনিয়ার প্রতি ভালোবাসা যত বেশি হবে,
আল্লাহর প্রতি ততোটাই কম হবে ।
✬ নিজের মহানুভবতার কথা গোপন রাখো, আর
তোমার প্রতি অন্যের মহানুভবতার কথা প্রচার
করো।
✬ নীচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল
বাক্য।
✬ পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের
পথরোধ করে |
✬ পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর ।
✬ বিপদে অস্থিরতা নিজেই একটি বড় বিপদ।
✬ বুদ্ধিমানেরা বিনয়ের দ্বারা সম্মান অর্জন
করে, আর বোকারা ঔদ্ধত্যের দ্বারা অপদস্ত হয়।
✬ মানুষের কিসের এত অহংকার, যার শুরু
একফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয়
মৃত্তিকায় |
✬ মন্দ লোক অন্যদের
সম্পর্কে ভালো ধারণা করতে পারে না,
সর্বোচ্চ সে তাদেরকেও নিজের মত মনে করে।
✬ মনে রেখো তোমার শত্র“র শত্র“ তোমার বন্ধু,
আর তোমার শত্র“র বন্ধু তোমার শত্র“।
✬ রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার
উঠে গেলে, কারণ সুবিচারে রাজ্য
স্থায়ী হয়।
সুবিচারকের কোন বন্ধুর দরকার হয় না।
✬ শত্র“রা শত্র“তা করতে কৌশলে ব্যর্থ
হলে তারপর বন্ধুত্বের সুরত ধরে।
✬ সম্মুখে তারিফ করে দুষমন সে জন ।

No comments:

Post a Comment

Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.

Popular Posts