Breking News

সর্বশেষ সংবাদ সবার আগে বিস্তারিত জানতে চোখ রাখুন । আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।বিজ্ঞপ্তি: জরুরী সংবাদকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে…। আপনি কি কম খরচে Website, Bloggersite, Youtube channel, E-commica site তৈরি করতে চান? যোগাযোগ করুন বিস্তারিত : মোবাইল: 01712475454,01940103713 , দেশ - বিদেশের খবর সবার আগে জানতে সাথে থাকুন।আমাদের সংঙ্গে থাকার জন্য ধন্যবাদ এ রকম আরও ভিডিও/ সর্বশেষ সংবাদ Update News পেতে আমাদের Website /Youtube Channel পেইজে লাইক দিন৷ ❤️ ✌ ✔️ কোন মতামত বা প্রশ্ন থাকলে কমোন্ট করে জানান ।

সিংগাইরে ইউএনওকে ‘স্যার’ না বলে ‘আপা’ বলায় তপন দাস ব্যবসায়ীকে মারধর!

 

ইউ,এন,ও কে স্যার না বলায় মেরে আহত করেছেন

গত ৯ জুলাই ২০২১ খ্রি. বিভিন্ন প্রত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যমে সবাই জেনেছেন ইউ,এন,ও কে স্যার না বলায় মেরে আহত করেছেন। আসলে ইউ,এন,ও কে স্যার না বললে, মারতে এটা কোন ধারায় আছে? যদি থেকেও থাকে, তবে সে আইন কতজন মানুষ জানে? সমাজে প্রচলিত কিছু রেওয়াজ আছে, তাতে সাধারণ মানুষ মনেকরে স্যার সাধারণত পুরুষ বাচক শব্দ।মহিলা যত বড় অফিসার হউক না কেন? তাদেরও স্যার বলতে হবে, এটা অনেক মানুষই জানেনা।আপনারা ১ম শ্রেণির চাকুরী করেন ফাউন্ডেশন ট্রেনিং এ আপনাদের শেখানো হয়েছে, কাকে স্যার বলতে হবে, আর কার সাথে কেমন ব্যবহার করতে হবে। সেখান থেকেই শিখেছেন উর্ধতন কর্তৃপক্ষের সাথে কেমন সম্মান দিয়ে কথা বলতে হবে? আবার অধঃস্থন ব্যাক্তি সাথে কীরূপ ব্যবহার করতে হবে? সাধারণ মানুষকে মানুষ মনে না করলেও চলবে। এ ধারণাই আপনাদের মধ্যে প্রোথিত করা হয়েছে।

স্যার, ম্যাডাম, আপা বলায় কি আসে যায়। তবে স্কুল শিক্ষক হলেই স্যার অথবা ম্যাডাম ডাকে।শিক্ষক কিন্তু কে কি ডাকল তা নিয়ে অতশত চিন্তা ভাবনা করেনা।স্যার ডাক বড় সম্মানের এটা বুঝতে পারলাম ইউ,এন,ও সাহেবের ব্যবহারে। তারা খুব কষ্টে আছে।তাদের মানুষ স্যার ডাকে না, সামান্য বেতনের চাকুরে স্কুল শিক্ষক হলেই হলো তাদের সবাই স্যার ডাকে। স্কুল শিক্ষকদের স্যার ডেকে সম্মান করায় পেট ভরে না।আমাদের বেতন নেই। তাই টাকার অভাব। যার যেটা নেই তার কাছে সেটারই অভাব। তবে সাধারণ মানুষের মনে গেথে আছে শিক্ষক মানেই সম্মানের তাদের স্যার ডাকতে হবে। আমাদের শিক্ষকরা এ সম্মান চাই না চাই বেতন। কিন্তু গেজেটেড কর্মকর্তাবৃন্দ টাকার আছে সম্মান নেই। তাদের স্যার ডাকে না। তাই তাদের কষ্ট। আমি যতটুকু জানি স্যার শব্দের বাংলা অর্থ জনাব। জনাব সবাইকে বলা যায়। এ স্যার বলা না বলায় এমন কী আসে যায়? এ বিষয় নিয়ে এত টানাটানি কেন করে, বুঝি না?

টিএনও ও ইউএনও এর মধ্যে পার্থক্য, ইউ এন ও বরাবর দরখাস্ত লেখার নিয়ম, ইউ এন ও হওয়ার যোগ্যতা ইউএনও এর বেতন ইউএনও হতে কি যোগ্যতা লাগে, উপজেলা নির্বাহী অফিসারের বেতন স্কেল, ইউএনও হওয়ার যোগ্যতা ইউ এন ও এর বেতন কত

No comments:

Post a Comment

Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.

Popular Posts