মোহনদাস করমচাঁদ গান্ধী । তাকে আমরা মহাত্মা গান্ধী নামে ডাকতেই বেশি অভ্যস্ত । পৃথিবীর অন্যতম প্রভাবশালী নেতা, ভারতের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ তিনি । সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী । অহিংস মতবাদ নিয়ে পরিচালিত এই আন্দোলন ছিল ভারতের স্বাধীনতার অন্যতম চালিকা শক্তি । আজকে পাই ফিঙ্গার্স মোটিভেশন থেকে থাকবে এই মহান নেতার ১০ টি মহা মুল্যাবান কথা, যেগুলো জীবনে চলার পথে আপনাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণাই যোগাবে না, নতুনভাবে জীবনকে ফিরে দেখার সুযোগ করে দেবে ।
১.এমনভাবে শিখবে যেন তোমার সময়ের অভাব নেই, তুমি চিরজীবী । এমনভাবে জীবনযাপন করবে, যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে ।
৩. শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের জোরে ।
৪. ক্ষমতা দুই প্রকার । একটি অর্জন করা হয় জোর করে শাস্তির ভয় দেখিয়ে, আর অন্যটি অর্জিত হয় ভালোবাসা দিয়ে । ভালোবাসা দিয়ে অর্জিত ক্ষমতা ভয় দেখিয়ে পাওয়া ক্ষমতার চেয়ে হাজার গুন বেশী কার্যকরী এবং স্থায়ী ।
৫. কয়েক টন ব্যক্তিত্বের চেয়ে এক আউন্স পরিমাণ ধৈর্য অনেক বেশি মূল্যবান ।
৬. লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করার মধ্যেও সম্মান আছে, শুধু লক্ষ্যে পৌঁছনোর মধ্যেই না ।
৭. জীবন নশ্বর, তাকে অমর করতে শেখো ।
৮. পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও, তা নিজ থেকেই শুরু করো ।
৯. মর্যাদা ধরে রেখো, কারণ এই মর্যাদাই এক সময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয় ।
১০. চোখের বদলে চোখ গোটা বিশ্বকে অন্ধ করে দেবে ।
No comments:
Post a Comment
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.