শিগগরিই আসছে কম দামি আইফোন। মিড-লেভেলের ব্যবহারকারীদের জন্য চারটি নতুন আইফোন বাজারে আনতে চলেছে অ্যাপল। ২০২০ সালের মধ্যেই এই ফোনগুলো লঞ্চ করা হতে পারে। নয়া এই আইফোনে ৫.৪ ইঞ্চি আইফোনে ডুয়াল ক্যামেরার সঙ্গে থাকবে চার গিগাবাইট র্যাম। আর ৬ ইঞ্চির লো-এন্ড আইফোনেও থাকবে ডুয়াল ক্যামেরা এবং চার গিগাবাইট র্যাম।
অন্যদিকে ৬ ইঞ্চি হাই-এন্ড আইফোনে রাখা হতে পারে ছয় গিগাবাইট র্যামের সঙ্গে ট্রিপল ক্যামেরা। এর মধ্যে একটি থ্রিডি সেন্সিং ক্যামেরা লেন্স রাখতে পারে অ্যাপল। ৬.৭ ইঞ্চি আইফোন মডেলেও দেখা যেতে পারে একই কনফিগারেশন, এমনটাই দাবি করেছে বিভিন্ন প্রযুক্তিগত নিউজ পোর্টাল। চলতি বছরই অপেক্ষাকৃত সস্তা আইফোন এসই টু আনারও পরিকল্পনা করছে অ্যাপল।
ফেব্রুয়ারিতে এই আইফোনের উৎপাদন শুরু করতে পারে প্রতিষ্ঠানটি। মূলত মধ্যবিত্তের হাতেও যাতে আইফোন থাকে সেদিকে চিন্তা করেই সস্তার এই ফোন আনবে অ্যাপল। যদিও আইফোন এসই ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। সেই কারণেই আইফোন এসই টু আনার সিদ্ধান্ত। আইফোন ১১-এর এ১৩ চিপ ব্যবহার করা হতে পারে আইফোন এসই টু-তে। ডিভাইসটিতে রাখা হতে পারে তিন গিগাবাইট র্যাম। ৩৯৯ মার্কিন ডলার থেকে এর বাজার মূল্য শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো দাবি করেছেন, ২০২০ সালের প্রথমার্ধে নতুন একটি আইপ্যাড প্রো, একটি ম্যাকবুক এবং একটি অগমেন্টেড রিয়ালিটি (এআর) হেডসেট উন্মোচনের পরিকল্পনা করছে অ্যাপল।
No comments:
Post a Comment
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.