Breking News

সর্বশেষ সংবাদ সবার আগে বিস্তারিত জানতে চোখ রাখুন । আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।বিজ্ঞপ্তি: জরুরী সংবাদকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে…। আপনি কি কম খরচে Website, Bloggersite, Youtube channel, E-commica site তৈরি করতে চান? যোগাযোগ করুন বিস্তারিত : মোবাইল: 01712475454,01940103713 , দেশ - বিদেশের খবর সবার আগে জানতে সাথে থাকুন।আমাদের সংঙ্গে থাকার জন্য ধন্যবাদ এ রকম আরও ভিডিও/ সর্বশেষ সংবাদ Update News পেতে আমাদের Website /Youtube Channel পেইজে লাইক দিন৷ ❤️ ✌ ✔️ কোন মতামত বা প্রশ্ন থাকলে কমোন্ট করে জানান ।

স্টিফেন হকিংয়ের কিছু বিখ্যাত উক্তি ,Famous Quotes by Stephen Hawking - best quotes by scientists


স্টিফেন হকিংয়ের কিছু বিখ্যাত উক্তি

 

Famous Quotes by Stephen Hawking - best quotes by scientists





স্টিফেন হকিং জীবিত থাকাকালীন বেশ উক্তি আমাদের মাঝে রেখে গেছেন। যা ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা থাকবে। অমর হয়ে থাকবে চিরকাল।
আজ এই নন্দিত বিজ্ঞানীর কিছু বিখ্যাত উক্তি নিচে তুলে ধরা হলো-
এক ঝলকে স্টিফেন হকিং-
পুরো নামঃ স্টিফেন উইলিয়াম হকিং
জন্মঃ ৮ জানুয়ারী, ১৯৪২
মৃত্যুঃ ১৪ মার্চ, ২০১৮
জাতীয়তাঃ ব্রিটিশ
যেসব ক্ষেত্রে কাজ করেছেনঃ জেনারেল রিলেটিভিটি, কোয়ান্টাম গ্রাভিটি
তার বিখ্যাত কিছু বইঃ আ ব্রিফ হিস্টোরি অফ টাইম, দ্য ইউনিভার্স ইন আ নাটশেল, অন দ্য শোল্ডার্স অব জায়ান্টস ও ইত্যাদি।
উক্তিঃ
১) বুদ্ধিমত্তা তাকেই বলে যখন আপনি পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন।
২) আকাশের নক্ষত্ররাজির দিকে তাকাও, কখনো তোমার পায়ের দিকে নয়। তুমি যা দেখছ তা উপলব্ধি করার চেষ্টা কর এবং বিস্ময়াভূত হও যে সমগ্র বিশ্ব কেমন করে টিকে আছে। কৌতুহলী হতে শেখো।
৩) জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে।
৪) বিজ্ঞান শুধুমাত্র অনুসন্ধানের বা কার্যকারণের শিষ্যই নয়; বরং তা এক ধরণের ভালোবাসা ও অনুরাগও বটে।
৫) যদি আপনি সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন, কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না।
৬) জীবনটা খুবই ছন্দহীন হয়ে যেত যদি জীবনে কোন হাসি ঠাট্টা না থাকত।
৭) একটি বৃহৎ মস্তিষ্কের নিউরণগুলো যেভাবে একে অন্যের সাথে যুক্ত থাকে, আমরাও বর্তমানে ইন্টারনেটের সাথে এভাবেই যুক্ত আছি।
৮) আমার মত অন্যান্য চলৎশক্তিহীন ব্যক্তিদের উদ্দেশ্যে আমার উপদেশ হবে এই যে, আপনারা কখনো নিজেদের নিয়ে হীনমন্যতায় ভুগবেন না বা আপনার অবস্থা কেন এমন হল তা নিয়ে কারণ খুঁজতে যাবেন না। এর কোন কারণ নেই। এর চাইতে নিজের মাঝে যতটুকু শক্তি রয়েছে, তা দিয়ে অন্যের উপকার করুন।
৯) কয়েকদিনের পূর্বাভাস না দেখে কেউ হঠাৎ করে একদিনের আবহাওয়া পূর্ভাবাস বলে দিতে পারবে না।
১০) অভিকর্ষ থাকবার কারণেই এই বিশ্ব শূন্য থেকে তৈরি হয়ে যেতে পারে।


বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং (৭৬) পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। মাত্র ২১ বছর বয়স থেকেই দুরারোগ্য মটর নিউরন রোগে ভুগছিলেন এ বিজ্ঞানী। কিন্তু শারীরিক অক্ষমতা তার কর্মে বাধা হয়ে থাকেনি। সেই অবস্থার মধ্যেও হকিং মহাবিশ্ব সৃষ্টির রহস্য ‘বিগ ব্যাং থিউরি’ দেন। আইনস্টাইনের পর তাকেই বিখ্যাত পদার্থবিদ হিসেবে গণ্য করা হয়। তিনি মারা গেছেন সত্যি, কিন্তু তার কথা এবং কর্ম সারা জীবন মানুষের মাঝে বেঁচে থাকবে।
ব্রিটিশ এই বিজ্ঞানীর বিখ্যাত ১০ উক্তি তুলে ধরেছে জিনিউজ-

২. জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়।
১. কেউ যদি বলে আপনি ভুল করেছেন তাঁকে বলবেন, ভুল করা দরকারি। ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকব না।   
৩. যে সমস্ত মানুষরা ভবিতব্যে বিশ্বাস করেন তাঁরাই রাস্তা পার করার সময় বারবার দুদিকে তাকান।  
৪. আমি এখনো বড় হইনি। আমি এখনো প্রশ্ন করতেই থাকি।
৫. যাঁরা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন, তাঁরা আসলে হেরে গেছেন।
৬. আপনার শারীরিক বাধা কখনো ভালো কাজে বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না। কাজ করার উদ্যমে বৈকল্য থাকা সব থেকে খারাপ।
৭. গত ৪৯ বছর ধরে আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে। তাই আমি আর মরতে ভয় পাই না। তবে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে।
৮. মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও। কাজ করতে থাকো। কারণ কাজই জীবনকে প্রাসঙ্গিক করে তোলে। আর যদি কপাল করে জীবনে ভালোবাসা পাও, কখনো তাকে ছুঁড়ে ফেল না।
৯. মানুষ কথা বলেই সব থেকে বেশি সাফল্য লাভ করে। মানুষের ব্যর্থতার কারণও এই আলাপচারিতা। তাই কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত।
১০. রাগ মানুষের সব থেকে বড় শত্রু। সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ।



"The greatest enemy of knowledge is not ignorance, it is the illusion of knowledge." —Quotes about enemies

"Quiet people have the loudest minds." —Quotes about people

"Intelligence is the ability to adapt to change." —Quotes about intelligence

"Life would be tragic if it weren't funny." —Quotes about tragedy

"My goal is simple. It is a complete understanding of the universe, why it is as it is and why it exists at all." —Quotes about the universe

"My expectations were reduced to zero when I was 21. Everything since then has been a bonus." —Quotes about expectations

"It is all right to make mistakes; nothing is perfect because with perfection, we would not exist." —Quotes about perfection

"Not only does God play dice but... he sometimes throws them where they cannot be seen." —Quotes about God

"To confine our attention to terrestrial matters would be to limit the human spirit." —Quotes about attention

"Although I cannot move and I have to speak through a computer, in my mind I am free." —Quotes about mind freedom

"I don't think the human race will survive the next thousand years, unless we spread into space." —Quotes about the human race

" You cannot understand the glories of the universe without believing there is some Supreme Power behind it." —Quotes about believing

"Eternity is a long time, especially towards the end." —Quotes about eternity

No comments:

Post a Comment

Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.

Popular Posts