Breking News

সর্বশেষ সংবাদ সবার আগে বিস্তারিত জানতে চোখ রাখুন । আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।বিজ্ঞপ্তি: জরুরী সংবাদকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে…। আপনি কি কম খরচে Website, Bloggersite, Youtube channel, E-commica site তৈরি করতে চান? যোগাযোগ করুন বিস্তারিত : মোবাইল: 01712475454,01940103713 , দেশ - বিদেশের খবর সবার আগে জানতে সাথে থাকুন।আমাদের সংঙ্গে থাকার জন্য ধন্যবাদ এ রকম আরও ভিডিও/ সর্বশেষ সংবাদ Update News পেতে আমাদের Website /Youtube Channel পেইজে লাইক দিন৷ ❤️ ✌ ✔️ কোন মতামত বা প্রশ্ন থাকলে কমোন্ট করে জানান ।

কোথায় আছেন এবং কেমন আছেন দেশের ধনীরা?💵

আসলেই খুব জানতে ইচ্ছে করছে🤔🤔🤔
কোথায় আছেন এবং কেমন আছেন দেশের ধনীরা?💵
আসুন একটু মানবতার জন্য হলেও এদেরকে ভাইরাল করি।
প্রিন্স মূসা বিন শমসের?
যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি
বাণিজ্যের অগ্রদূত বলা হয়।
প্রায় ৯৫০ মিলিয়ন ডলারের মালিক। 💵
সালমান এফ রহমানঃ
বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক।
তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক। 💵
আহমেদ আকবর সোবহানঃ
তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক।
তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক।💵
এম এ হাশেমঃ
তিনি পারটেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় ৫০০ মিলিয়ন ডলারের মালিক।💵
আজম জে চৌধুরীঃ
তিনি ইস্ট-কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মবিল যমুনা লুব্রিক্যান্টের সোল এজেন্ট। তিনি প্রায় ৪১০ মিলিয়ন ডলারের মালিক।💵
গিয়াস উদ্দিন আল মামুনঃ
রিয়েল স্টেট, হোটেল ও মিডিয়া ব্যবসায়ী।💵
রাগিব আলীঃ
তিনি চা উৎপাদন ব্যাবসায় সফল একজন ব্যাবসায়ী। তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক।💵
শামসুদ্দিন খানঃ
তিনি একে খান এন্ড কোম্পানি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনিও প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক।💵
ঈকবাল আহমেদঃ
তিনি সিলেটের একজন ব্যাবসায়ী। সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সীমার্ক গ্রুপ লিবকো ব্রাদার লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনি প্রায় ২৫০-২৯০ মিলিয়ন ডলারের মালিক।💵
সাইফুল ইসলাম কামালঃ
তিনি নাভানা লিঃ ও নাভানা সিএনজি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনিও প্রায় ২৯০ মিলিয়ন ডলারের মালিক।💵

খুব জানতে ইচ্ছা করতেছে,
দেশের এই ক্রান্তিকালে আপনারা কি করতেছে?🤔
আপনারা দিনে এনে দিনে খাওয়া মানুষদের হেল্প করছেন তো?
দেশের এই বিপদের দিনে আলীবাবা কে কেন আগাইতে হয়?
শুনতেছি,
দেশে ডাক্তারদের পিপিই এর সংকট,মাস্কের সংকট, কীটের সংকট।
আরো আছে,
যমুনা, ডেকো, আবুল খায়ের, আকিজ,ফ্রেশ, ডিবিএইচ, পিএসপি, প্রাণ, আরএফএল, ইফাদ, উত্তরা, এসিআই, আরো অনেক গ্রুপের নাম আছে।
কিন্তু আপনারা কি করতেছেন?
ড্যাটকো গ্রুপ,
স্কয়ার গ্রুপ,
ফ্রেশ গ্রুপ,

বসুন্ধরা গ্রুপ,
যমুনা গ্রুপ,
বেক্সিমকো গ্রুপরা কই?
ওয়ালটন যে দেশের আবেগ নিয়ে
প্রোডাক্ট বিক্রি করেছে, তারা কই?
আছেন তো ভাই?🤔
নাকি বউ বাচ্চা নিয়ে বড় পর্দায় হরর মুভি দেখতেছেন?😎
নাকি নিম্নমধ্যবিত্ত শ্রেনীর মানুষগুলোর
অভাব বুঝার চেষ্টা করতেছেন?
রাস্তায় এখন দুই টাকার পুলিশ,
আর হাসপাতালে কসাই নামক ডাক্টার গুলো।
যুদ্ধ কারা করতেছে?
কারা সবার আগে লড়ে যাচ্ছে?
যান তো একটু!
হাসপাতাল ভিজিট করে আসেন।
সাহসে কুলায় আপনাদের?
সারাজীবন যাদেরকে
তুচ্ছতাচ্ছিল্য করেন,
তারাই এখন বুক ফুলিয়ে
সবার সমানে এসে দাঁড়িয়েছে।
কেউ নিজের জীবন মায়া ত্যাগ করে
রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বলতেছে,
"আপনারা বাসায় অবস্থান করেন,
নিরাপদে থাকেন!

আর কসাই নামক মানুষ গুলো
আপনাকে প্লেকার্ড দেখিয়ে বলতেছে,
"আমি আপনার জন্য হাসপাতালে,
আপনি আমার জন্য বাসায় থাকুন"
আর আপনারা কোটি কোটি টাকার মালিক হয়ে
বাসায় হাত গুটিয়ে বসে আছেন! ছি!
সাহস করে বলেন,
আগামী একমাস স্থানীয় সরকারকে সাথে নিয়ে,
আমার প্রতিষ্টান থেকে, প্রশাসনের সহায়তায়,আমরা
সু পরিকল্পিত ভাবে, আপনাদেরকে খাদ্য সামগ্রী পাঠাবো। তবেই না বুঝতাম আপনারা ধনী।
যদি তা না পারেন,
তারপরেও একটু সাড়া শব্দ দিবেন।
তাহলেই আমরা বুঝবো যে আপনারা বেঁচে আছেন।
এগিয়ে আসুন মানবতার সেবায়, আপনাদের মানুষ আজীবন মনে রাখবে।
#_collected









No comments:

Post a Comment

Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.

Popular Posts